বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে হঠাৎ হালকা ঝড়ো হাওয়াসহ এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। বৃষ্টি শুরু হলে অনেককে রাস্তায় নেমে ভিজতেও দেখা গেছে।
পরে বাতাসের গতিবেগের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির ঝরঝরানি। এ সময় বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল।
খবর নিয়ে জানা যায়, রাজধানির বাড্ডা, শাহজাদপুর, বসুন্ধরা আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।
এ বিষয়ে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বললে নাম প্রকাশে এক অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, এখন যেহেতু বর্ষা ও ঝড়ের মৌসুম- তাই যেকোনো সময় ঝড় ও বৃষ্টিপাত হতে পারে। এ ব্যপারে আমরা সারাক্ষণ তথ্য প্রদান করছি।
এদিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার ফলে দূর্ভোগে পড়তে হয়েছে রাতে ঘরে ফেরা মানুষকে।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এএম/এমএইউ/