ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরগঞ্জে ফারুক হত্যা মামলায় রতন ৩ দিনের রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, এপ্রিল ১২, ২০১৮
ঈশ্বরগঞ্জে ফারুক হত্যা মামলায় রতন ৩ দিনের রিমান্ডে

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক ফারুক মিয়াকে (৩৫) হত্যার ঘটনায় গ্রেফতার রতন মিয়াকে (৩৫) তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

ফারুক মিয়া উপজেলার উচাখিলা ইউনিয়নের বৃচরাকোনা গ্রামের আবদুল জব্বারের ছেলে ও ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ৪ নম্বর আমলী আদালতের বিচারক 
নয়ন চন্দ্র মোদক এ রিমান্ড মঞ্জুর করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান সন্ধ্যায় বাংলানিউজকে জানান, বুধবার (১১ এপ্রিল) রাতে উপজেলার উচাখিলা ইউনিয়নের বৃচরাকোনা এলাকা থেকে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রতন মিয়াকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাতে ফারুক বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরে বুধবার সকালে স্থানীয় বড়হিত ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার ফকিরেরপুল-চরপাড়া সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে ফারুকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওইদিন দুপুরে নিহতের স্ত্রী সালমা আক্তার বাদি হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।