ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব‌রিশা‌লে বাস ধর্মঘট স্থ‌গিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, এপ্রিল ১২, ২০১৮
ব‌রিশা‌লে বাস ধর্মঘট স্থ‌গিত

ব‌রিশাল: চলাচলে বাধা দেওয়ায় ও চাঁদা দাবির ঘটনায় ব‌রিশাল জেলা বাস মা‌লিক সমিতির ডাকা বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সা‌ড়ে ৭ টা থেকে ধর্মঘট স্থ‌গি‌তের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপের সভাপ‌তি আফতাব হো‌সেন।

তিনি বলেন, বরিশাল নগরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে বাস চলাচল করে আসছিলো।

কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু লোক বাস চলাচলে বাধা দেওয়ায় ও চাঁদা দাবির ঘটনায় বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার (১১ এ‌প্রিল) বেলা ১১ টা থেকে নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল থে‌কে অভ্যন্তরীণ ১৫ রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন।  

এরপর বিষয়টি নিয়ে সমাধানের অপেক্ষা করেও বুধবার রাতের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।  

প‌রে প্রশাস‌নের আশ্বা‌সে রাত থে‌কে ৭ দিনের জন্য ধর্মঘট স্থ‌গিত করা হ‌য়ে‌ছে। ৭ দিনের ম‌ধ্যে চাঁদা দাবিসহ সা‌র্বিক বিষ‌য়ে সমাধান করা না হ‌লে মামলাসহ যে‌কোনো সিদ্ধান্ত নেওয়া হ‌তে পা‌রে বলেও জানান আফতাব হো‌সেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।