ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুখ-শান্তি কামনায় সাঙ্গুতে ভাসলো বিজুর ফুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, এপ্রিল ১২, ২০১৮
সুখ-শান্তি কামনায় সাঙ্গুতে ভাসলো বিজুর ফুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সুখ-শান্তি কামনার মধ্য দিয়ে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বান্দরবানে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব বিজু ও বিষু।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) এ উৎসবকে কেন্দ্র করে শহরের মধ্যমপাড়ার সাঙ্গু নদীর ঘাটে বসে তরুণ-তরুণীদের মিলন মেলা। তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে বাহারি সাজে ফুল বিজুতে অংশ নেয়।

এ সময় তারা নানা রকমের ফুল নদীর জলে ভাসিয়ে সবার সুখ-শান্তি কামনা করে নতুন বছরকে স্বাগত জানায়।

বৃহস্পতিবার চাকমা ও তঞ্চঙ্গ্যাদের ফুল বিজু এবং শুক্রবার (১৩ এপ্রিল) মূল বিজু ও শনিবার (১৪ এপ্রিল) গইজ্জা-পইজ্জা। সাধারণত এ তিনদিন তারা নতুন বছরের উৎসব পালন করে।

এদিকে নতুন বছরের নানান আয়োজনে পার্বত্য জেলা বান্দরবান পরিণত হয়েছে উৎসবের নগরীতে। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ঐহিত্যবাহী পিঠা তৈরির আয়োজন। ঘরে ঘরে পাচন রান্নার ধুম লেগেছে এবং চলছে অতিথি আপ্যায়ন।

অন্যদিকে একইদিনে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের আয়োজনে বিভিন্ন পাড়ায় বর্ষবরণ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘিলা খেলার আয়োজন করা হয়েছে। ঘিলা পাহাড়ি গাছের এক প্রকার ফল। এটিকে তারা পবিত্র মনে করে। তাই নতুন বছরের শুরুতে বর্ষবরণে তঞ্চঙ্গ্যারা পাহাড়ে পাহাড়ে ঘিলা খেলার আয়োজন করে থাকে।

এদিকে মারমাদের বর্ষবরণ উৎসর সাংগ্রাইংয়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার থেকে শোভাযাত্রার মাধ্যমে সাংগ্রাইয়ের উৎসব শুরু হবে। শনিবার সাঙ্গু নদীর তীরে বৌদ্ধমূর্তি স্নান ও রোববার (১৫ এপ্রিল) শহরের রাজার মাঠে অনুষ্ঠিত হবে মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি উৎসব।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।