বৃহস্পতিবার (১২ এপ্রিল) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যৌথ উদ্যোগে ১-১০ বৈশাখ (১৪-২৩ এপ্রিল) বাংলা একাডেমি প্রাঙ্গণে ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।
পহেলা বৈশাখ (শনিবার) বিকেল ৪টায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
সভাপতিত্ব করবেন বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। প্রতি সন্ধ্যায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা নববর্ষ ১৪২৫-এর প্রাক্কালে শুক্রবার (১২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমি পরিচালিত ‘ফোকলোর সামার স্কুল’-এর ৫ দিনব্যাপী (১৩-১৭ এপ্রিল ২০১৮) ৫ম বার্ষিক কর্মশালা। এবারের সামার স্কুলের মূল প্রতিপাদ্য এথনো মিউজোকলজি। এ সামার স্কুলে ২০ জন প্রশিক্ষণার্থীকে যুক্তরাজ্যের জেনিফার রিড, ভারতের ড. সুখবিলাশ বর্মা, ড. শেখ মকবুল ইসলাম, ড. অসীমানন্দ গঙ্গোপাধ্যায় এবং অধ্যাপক জওহরলাল হান্ডুসহ বাংলাদেশের বিশিষ্ট ফোকলোরবিদগণ ফোকলোর বিষয়ে বিষদ ও প্রায়োগিক ধারণা প্রদান করবেন।
১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ, একক বক্তৃতা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। নববর্ষ বক্তব্য রাখবেন প্রাবন্ধিক-গবেষক আবুল মোমেন। সভাপতিত্ব করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। এছাড়া থাকবে সাংস্কৃতিক আয়োজন।
নববর্ষ ১৪২৫ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে শুক্রবার (১৩ এপ্রিল) বাংলা একাডেমি থেকে প্রকাশিত বইয়ের মেলা শুরু হবে। ১লা বৈশাখ থেকে ১০ বৈশাখ পর্যন্ত চলবে এ বইয়ের মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে সবার জন্য।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এইচএমএস/এসএইচ