ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে পণ্যের চালান জব্দ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, এপ্রিল ১২, ২০১৮
৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে পণ্যের চালান জব্দ

ঢাকা: শুল্ক ফাঁকির অভিযোগে ইলেক্ট্রিক যন্ত্রাংশ পণ্যের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দার কমলাপুর টিম।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) একটি বিজ্ঞপতির মাধ্যমে পণ্য জব্দের বিষয়টি জানায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, পণ্যগুলোর আমদানীকারক ঢাকার কেরানীগঞ্জের এমএইচ ট্রেড ইন্টারন্যাশনাল।

তাদের বিরুদ্ধে প্রায় ৪০ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগ ছিল।

পণ্যগুলো চীন থেকে আমদানী করা হচ্ছিল। আমদানীকারকের মনোনীত প্রতিনিধি এস এম জসিম উদ্দিন।

গোপন তথ্যের ওপর ভিত্তি করে পণ্যগুলোর ফিজিকাল টেস্ট করেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। এসময় পূর্ব ঘোষণার সঙ্গে পণ্যের পরিমাণের অসামঞ্জস্য পাওয়ায় তা জব্দ করা হয়।

আমদানীকারকের ঘোষণা অনুযায়ী এসব পণ্যের শুল্কের পরিমাণ তিন লাখ ৯৯ হাজার ৩৩২ টাকা। ফিজিকাল টেস্ট শেষে শুল্কের পরিমাণ দাঁড়ায় ৪৩ লাখ ২৪ হাজার ৫৩৫ টাকা।

এ বিষয়ে দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯’র ৩২ ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টম হাউস আইসিডিকে চিঠি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।