ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনা বৈশাখী মেলা ও লোকজ উৎসব শুরু শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, এপ্রিল ১২, ২০১৮
খুলনা বৈশাখী মেলা ও লোকজ উৎসব শুরু শুক্রবার

খুলনা: খুলনা বৈশাখী মেলা ও লোকজ উৎসব শুরু হবে শুক্রবার (১৩ এপ্রিল)। এদিন বিকেল ৪টায় জাতিসংঘ শিশু পার্কে মেলা শুরু হবে। 

শুরুর দিন বিকেল ৫টায় রয়েছে বর্ষ বিদায়ের (চৈত্র সংক্রান্তি) অনুষ্ঠান।   শনিবার (১৪ এপ্রিল) থেকে থাকবে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করছে আব্বাসউদ্দীন একাডেমি। মিডিয়া পার্টনার অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

আব্বাসউদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু বাংলানিউজকে বলেন, চৈত্র সংক্রান্তির দিনে নড়াইল থেকে আসা দলের লাঠি খেলার পাশাপাশি রয়েছে আব্বাসউদ্দীন একাডেমি, নৃত্য বিহার, অনিকেত, আদি কত্থক নৃত্যাঙ্গন, জ্ঞান বিকাশ একাডেমি, আড্ডাবাড়ীর অংশগ্রহণে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আবৃত্তি।  

শনিবার সকালে বর্ষবরণে রয়েছে শোভাযাত্রা। শোভাযাত্রাটি জাতিসংঘ পার্ক থেকে রয়্যাল মোড়/পিটিআই মোড় হয়ে হাদিস পার্ক ও প্রেসক্লাব ঘুরে মডার্ন ফার্নিচার মোড় আব্বাসউদ্দীন একাডেমি কার্যালয়ে শেষ হবে। পরে আব্বাসউদ্দীন একাডেমিতে রয়েছে বৈশাখী ভোজ। এতে অংশ নেবে আব্বাসউদ্দীন একাডেমি, নৃত্যবিহার ও বানী চক্র। বিকেল থেকে খুলনার জনপ্রিয় সংগীত শিল্পী ও নৃত্যশিল্পীদের পরিবেশনায় নাচ-গান।  

তিনি আরও জানান, রোববার বিকেল থেকে আব্বাসউদ্দীন একাডেমি, খুলনা, নৃত্যবিহার, নৃত্যমঞ্জুরী, ইত্যাদি, উৎসব একাডেমি, ওস্তাদ সামসুদ্দিন একাডেমি, পঞ্চানন সম্প্রদায়, বুড়ো ব্যান্ডের পরিবেশনায় সংগীত, নৃত্য ও লোকসংগীত। সোমবার আব্বাসউদ্দীন একাডেমি, নৃত্যবিহার, নৃত্যমঞ্জুরী, ইত্যাদি, উৎসব একাডেমির পরিবেশনায় রয়েছে নাচ-গানসহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।