ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বৈশাখ উপলক্ষে মাগুরায় পোশাকের জমজমাট বেচাকেনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, এপ্রিল ১২, ২০১৮
বৈশাখ উপলক্ষে মাগুরায় পোশাকের জমজমাট বেচাকেনা বৈশাখ উপলক্ষে মাগুরায় পোশাকের জমজমাট বেচাকেনা

মাগুরা: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ মানেই নতুন পোশাক। বছরের নতুন দিনটি বরণ করে নিতে মাগুরার সব শ্রেণীর মানুষ এখন নতুন পোশাক কিনতে ব্যস্ত।

সরেজমিনে দেখা যায়, মাগুরা শহরের কাপুড়িয়া পট্টি, সৈয়দ আতর আলী সড়ক ও এমআর রোডের সব সড়কের বিপনী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। কেউ কিনছেন বৈশাখের নতুন শাড়ি আবার কেউ কিনছেন স্যালোয়ার কামিজ।

বিক্রি হচ্ছে ছেলেদের পাঞ্জাবী পা-জামা ও শিশুদের নানা ডিজাইনের পোশাক।

শ্রাবনী বিশ্বাস নামে এক ক্রেতা বাংলানিউজকে বলেন, পহেলা বৈশাখ মানেই নতুন  কিছু। যে কারণে কেউ মসলিন আবার কেই লাল বাসন্তী রংয়ের শাড়ি কিনছে।

মাগুরা বেবী প্লাজা মার্কেটের দোকানী লিটন বিশ্বাস বাংলানিউজকে জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তারা ঢাকায় জামদানী, রাজগুরু, অপেরা, কাতানসহ নানা ধরনের শাড়ি এনেছেন। পাশাপাশি সাদা সুতি শাড়িও ভাল বিক্রি হচ্ছে।

ছিট কাপড়, পাঞ্জাবী ও ছোটদের পোশাক বিক্রেতারা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে নতুন-নতুন ডিজাইনের পোশাক তারা নিয়ে এসেছেন। বিক্রিও ভাল হচ্ছে।

জেলা বণিক সমিতির সভাপতি মুন্সি হুমায়ন কবীর রাজা বাংলানিউজকে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে দোকনীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিশেষ করে বস্ত্র ব্যবসায়ীদের ভাল বেচাকেনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।