বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে এসব প্রতিশ্রুতির কথা বলেন মিয়ানমারের মন্ত্রী।
উইন মায়াত বলেন, কিছুদিন পরেই আইন অনুযায়ী নিবন্ধন শুরু হলে রোহিঙ্গারা প্রমাণ দিতে পারলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যত দ্রুত হয় রোহিঙ্গা ফেরত নিন। এ নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। সবার আগে জিরো লাইন থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, খুবই আন্তরিক বৈঠক হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করায় আমি তাকে (মিয়ানমারের মন্ত্রী) ধন্যবাদ জানিয়েছি। আলোচনা করেছি প্রত্যাবাসনের বিষয়ে। দুই দেশের ভালোর জন্যই এটি জরুরি। প্রতিশ্রুতি দিয়েছেন তারা বিভিন্ন দেশের সহযোগিতায় ইউএনএইচসিআর, ইউএনডিপি-কে নিয়ে রোহিঙ্গাদের ফেরত নেবে।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী ড. উইন মায়াত আয়ে মঙ্গলবার (১০ এপ্রিল) মধ্যরাতে ঢাকায় আসেন। গেল বছরের মাঝামাঝি রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এবারই প্রথম মিয়ানমারের কোনো মন্ত্রীর এই ইস্যুতে বাংলাদেশ সফরে এসেছেন। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এলেও সে সময় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।
রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখতে বুধবার কক্সবাজার যান উইন মায়াত। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
কেজেড/এমজেএফ