ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘বার্জার আল্পনায় বৈশাখ’ উৎসবের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, এপ্রিল ১২, ২০১৮
‘বার্জার আল্পনায় বৈশাখ’ উৎসবের মোড়ক উন্মোচন আল্পনায় বৈশাখ উৎসবের মোড়ক উম্মোচন অনুষ্ঠান

ঢাকা: পহেলা বৈশাখকে সামনে রেখে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘আল্পনায় বৈশাখ ১৪২৫’ শীর্ষক আল্পনা উৎসবের মোড়ক উম্মোচন করা হয়েছে।

বাংলা নববর্ষ ১৪২৫’র বিশেষ আয়োজনে উপলক্ষে বৃহস্পতিবার (১২ এপ্রিল) ঢাকার মানিক মিয়া এভিনিউতে এ আল্পনা উৎসবের মোড়ক উম্মোচন করা হয়।  

এসময় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, মার্কেটিং বিভাগের জিএম একেএম সাদেক নেওয়াজ, ক্যাটাগরি ম্যানেজার-মার্কেটিং নোমান আশরাফী রহমান।

আয়োজক এশিয়াটিকের পক্ষ থেকে এশিয়াটিক থ্রি সিক্সটির ভাইস চেয়ারপারসন সারা যাকের, এশিয়াটিক ইএক্সপির এমডি ইরেশ যাকের, জিএম ফারুক আহমেদ, হেড অফ বিজনেস মোহাম্মদ সাঈম ও প্রখ্যাত চিত্রকর মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এশিয়াটিক ইএক্সপি আয়োজিত ‘বার্জার আল্পনায় বৈশাখ ১৪২৫’ শীর্ষক আল্পনা অনুষ্ঠানটি শুক্রবার (১৩ এপ্রিল) রাত ১০ টায় মানিক মিয়া এভিনিউতে এর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধন অনুষ্ঠান শেষে পহেলা বৈশাখকে সামনে রেখে রাতে ১১টা থেকে রাজপথে আল্পনা অংকন শুরু হয়ে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট শিল্পীরা এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী, অংকন শিল্পী এবং সংস্কৃতিমনা জনসাধারণের অংশগ্রহণে শনিবার (১৪ এপ্রিল) ভোর পর্যন্ত চলবে।

বার্জার পেইন্টসের পৃষ্ঠপোষকতায়, এশিয়াটিক ইএক্সপি এ বছরের আল্পনা অনুষ্ঠান আয়োজন করছে। আর সহযোগিতায় থাকছে সার্ফ এক্সেল, যাদের সৌজন্যে প্রথমবারের মতো এবার থাকছে শিশু-কিশোরদের আল্পনা আঁকার বিশেষ ব্যবস্থা ‘সার্ফ এক্সেল মাঠশালা’।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।