বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার ভাইজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
খোকন খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের আবুল হোসেন শেখের ছেলে।
লে. বিএনভিআর আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মোংলা উপজেলার ভাইজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে খোকনকে আটক করে। এসময় তার কাছে থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বর্তমানে তাকে তাজাগোলা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি