ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরবনে অস্ত্রসহ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, এপ্রিল ১২, ২০১৮
সুন্দরবনে অস্ত্রসহ দস্যু আটক সুন্দরবনে অস্ত্রসহ দস্যু আটক

বাগেরহাট: সুন্দরবন থেকে অস্ত্রসহ মো. খোকন শেখ (২৮) নামে এক দস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার ভাইজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খোকন খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের আবুল হোসেন শেখের ছেলে।

তিনি বনদস্যু মোশারফ বাহিনীর সক্রিয় সদস্য।

লে. বিএনভিআর আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মোংলা উপজেলার ভাইজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে খোকনকে আটক করে। এসময় তার কাছে থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বর্তমানে তাকে তাজাগোলা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।