বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে অষ্টগ্রাম উপজেলা শিশু কল্যাণ বোর্ড মিটিংয়ের মাধ্যমে কাগজপত্র করে গাজীপুরের নিঃসন্তান পরিবারের কাছে শিশুটিকে দত্তক দেওয়া হয়।
গাজীপুর সদর উপজেলার নাউজুর গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন ও নেকবানু এ শিশু সন্তানটিকে দত্তক নেন।
এ সময় উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীমুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সালুয়া ঠাকুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রোকসানা বিলকিস, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাছেদ মিয়াসহ প্রমুখ।
মঙ্গলবার (১০ এপ্রিল) পূর্ব অষ্টগ্রামে মালা বেগমের বাড়িতে মানসিক ভারসাম্যহীন এক নারীর (পাগলির) গর্ভ থেকে জন্ম নেয় শিশু পূর্বাশা।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/