বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উন্নয়ন নীতি বিষয়ক কমিটি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের অভিযাত্রায় যুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উত্থাপনকালে এসব কথা বলেন স্বতন্ত্র এই সংসদ সদস্য।
রুস্তম আলী ফরাজী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন।
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্বতন্ত্র এমপি ফরাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রমের কারণে আজ এটা সম্ভব হয়েছে। শেখ হাসিনা সবকিছু ধারণ করতে পারেন সব সমস্যার সমাধান করতে পারেন। বাংলাদেশ উন্নত দেশ হবে এটা আমরা আশা করি যদি প্রধানমন্ত্রী এভাবে নেতৃত্বে দিতে পারেন। ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হবে।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, উন্নয়নের ধারা বজায় রাখার একমাত্র পথ শেখ হাসিনার নেতৃত্ব বজায় রাখা। শেখ হাসিনার সরকার ক্ষমতায় না আসলে উন্নয়ন যাত্রা ভঙ্গুর হয়ে যাবে।
আলোচনায় আরও অংশ নেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসকে/এসএম/এমজেএফ