ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে তীব্র যানজট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, এপ্রিল ১২, ২০১৮
সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কে তীব্র যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা-হাটিকুমরুল গোলচত্বর এলাকাকে ঘিরে চারটি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা, পাবনা, রাজশাহী ও বগুড়া রুটে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরের পর পাবনা-বগুড়া মহাসড়কে সংস্কার কাজ চলার জন্য এ যানজটের সৃষ্টি হয়। পরে সেটা ছড়িয়ে পড়ে চারটি রুটে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই বগুড়া-পাবনা মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছিল। দুপুরের পর হাটিকুমরুল গোলচত্বরকে ঘিরে রাজশাহী রুটে অন্তত ২ কিলোমিটার, পাবনা রুটে ২ কিলোমিটার, বগুড়া রুটে ৮ কিলোমিটার ও ঢাকা রুটে অন্তত ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, পাবনা-বগুড়া মহাসড়কে রাস্তার সংস্কার কাজ চলছে। একটি লেন বন্ধ করে দেওয়ায় সকাল থেকেই যানজট সৃষ্টি হয়। ধীরে ধীরে যানজট ছড়িয়ে পড়ে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।