বৃহস্পতিবার (১২ এপ্রিল) চারটি মামলার এজাহার আদালতে আসে। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী তা গ্রহণ করে ১৭ মের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (১০ এপ্রিল) কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে ঢাবি উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। অপর তিনটি মামলা করে পুলিশ।
আরও পড়ুন>>
** ভিসির বাড়িতে হামলাসহ সহিংসতায় ৪ মামলা
তবে কোনো মামলাতেই আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের সময় গত ৮ এপ্রিল রাত ১টার দিকে মুখোশধারী একদল দুর্বৃত্ত ভিসির বাসভবনের মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তারা বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমআই/এমএ