বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজা কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকার ফজলুল করিমের ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা ইকবাল হায়াত নিহতের পরিবারের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, সোমবার (০৯ এপ্রিল) রাতে জেলা শহরের বড় বাজার এলাকায় রাজ গার্মেন্টেসে কাপড় কেনাকাটা নিয়ে রাজার সঙ্গে কয়েকজন যুবকের বাক-বিতণ্ডা হয়। পরে গার্মেন্টেস থেকে বের হয়ে রাজা তার ভাই রাজু মিয়া ও সঙ্গী প্রান্তসহ তিনজন হেঁটে বাড়িতে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাজা ও রাজুকে ঢামেকে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
আরবি/