বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাপ খাঁ শিশু সদন পরিদর্শনকালে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
মন্ত্রী বলেন, সাধারণভাবে সরকারের পক্ষ থেকে এ সব প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেওয়া হয়।
তিনি বলেন, সমাজের হিতৈষী ব্যক্তি বিভিন্ন জায়গায় এ ধরনের শিশু সদন বা এতিমখানা খুলে ছেলে-মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করছে। কিন্তু গোলাপ খাঁ শিশু সদনটি ব্যতিক্রম। যা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত। ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াচ্ছে।
সমাবেশে গোলাপ খাঁ শিশু সদনের সভাপতি রবিউল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এডিসি রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, মেজর জেনারেল (অব.) আমসা আ আমীন, শিশু সদনের পরিচালক বিলকিছ বানু, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শঙ্কর কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় গোলাপ খাঁ শিশু সদনে আসলে সুসজ্জিত ব্যান্ড দল মন্ত্রীকে স্বাগত জানায় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এফইএস/এসএইচ