বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল চর অ্যালায়েন্সের আয়োজনে ‘জাতীয় বাজেটে চরের মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট বরাদ্দ এবং একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য সব কিছু হবে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, যারা বলেন চরাঞ্চলে কিছু নেই তাদের জেনে রাখা দরকার, এখন চরাঞ্চলের মসজিদে টাইলস ও ওয়াশরুমে হাই কমোড।
ডেপুটি স্পিকার বলেন, ‘চরাঞ্চলের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার যে বাজেট বরাদ্দ রাখছে তার সঠিক এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হাওর উন্নয়ন বোর্ডের মত একটি চর উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি চরাঞ্চলের মানুষের জীবযাত্রার উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, বিদ্যুতায়ন, সোলার প্যানেল স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এ লক্ষে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে কাজ করলেও কোনো সুনির্দিষ্ট প্লাটফর্ম না থাকায় সমন্বিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। তাই তিনি সব এনজিওকে একটি প্লাটফর্মে এনে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।
ন্যাশনাল চর অ্যালায়েন্সের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালিদের সভাপতিত্বে ও শাহীন উল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য টিপু সুলতান, নাভানা আক্তার, ওয়াটার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম, বেসরকারি সংস্থা প্রাকটিক্যল অ্যাকশন- বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, কেয়ারের পরিচালক আনোয়ারুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এসএ/ওএইচ/