ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটা সংস্কার: সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কার: সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: আবু বকর

সিলেট: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে সিলেটে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরের চৌহাট্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন অব্যাহত রাখেন।

 

এদিন সকাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদরাসাসহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী নগরের চোহাট্টা পয়েন্টে জড়ো হয়।  

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।