ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় ৬ লাখ ৩০ হাজার গলদার পোনা জব্দ, আটক ৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৯, এপ্রিল ১১, ২০১৮
খুলনায় ৬ লাখ ৩০ হাজার গলদার পোনা জব্দ, আটক ৯

খুলনা: খুলনায় ৬ লাখ ৩০ হাজার গলদার রেণু জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি প্রাইভেটকার ও চারটি মোটরসাইকেলসহ নয়জনকে আটক করা হয়।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে খুলনার খানজাহান আলী (রহঃ) (রূপসা সেতু) সেতু এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় এ পোনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে।

আটককৃতরা হলেন, মেহেদী হাসান (২০), আবু হানিফ (২০), অনুপম মন্ডল (৩২),  বিল্লাল হোসেন (২২), রবিউল ইসলাম (৩৪), ফারুক হোসন (২৬), হাসান মোড়ল (২৬), বিধান সরকার (২৭) ও সাগর ইসলাম (২৪)। এদের বাড়ি সাতক্ষীরার দেবহাটা এলাকায়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের রূপসা স্টেশনের পেডি অফিসার তাহেরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪২ পলি গলদার রেণু জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেল ৪টির মধ্যে একটি ডিসকভার ও ৩টি হিরো হোন্ডা কোম্পানির। দুইটি মোটরসাইকেল নম্বরবিহীন। যার একটির নম্বর সাতক্ষীরা হ-১৪-৪৫২৮ ও অপরটি সাতক্ষীরা হ-১৫-৩১৮৯। জব্দ হওয়া প্রাইভেটকারের নম্বর হলো ঢাকা মেট্রো-খ-১১-৭১৬৩।

তিনি জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে এসব রেনু সাতক্ষীরার দেবহাটা থেকে ফকিরহাটের ফলতিতা মোকামে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিটি পলিতে ১৫ হাজার রেণু রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা,  এপ্রিল ১১ , ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।