ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁদপুরে ৮৪ মণ ইলিশসহ আটক ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, এপ্রিল ১১, ২০১৮
চাঁদপুরে ৮৪ মণ ইলিশসহ আটক ৩ জনের কারাদণ্ড চাঁদপুরে ৮৪ মণ ইলিশসহ আটক ৩ জনের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুর নৌ-পুলিশের অভিযানে হরিণা ফেরিঘাট থেকে ৮৪ মণ ইলিশ ও ট্রাকসহ আটক তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে চাঁদপুর নৌ-থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-চট্টগ্রামের বাঁশখালী থানার শেখেরখীল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবু তালেব (৩৫), বাঁশখালী থানার মাওলা পাড়া পূর্বাঞ্চল এলাকার রহুল আমিনের ছেলে মাহবুব আলম (৩০) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনারগাঁও তালুকদার বাড়ির শাহ্ আলমের ছেলে ইসকান্দার (২৮)।

চাঁদপুর হরিণা ফেরিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, এক মৎস্য ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে আবু তালেব ইলিশ বোঝাই ট্রাক নিয়ে মাগুরা যাচ্ছিলেন। পথে হরিণা ফেরিঘাট এলাকায় পুলিশ ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৪ মণ ইলিশ পাওয়ায় আবু তালেব এবং ট্রাকচালক মাহবুব ও হেলপার ইসকান্দারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বাংলানিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা ইলিশ জেলা প্রশাসকের নির্দিষ্ট হিমাগারে পাঠানো হয়েছে। ট্রাকটি নৌ-পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।