চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদপুর গ্রামে বালু ভর্তি ট্রাক্টর উল্টে চালক শাকিল (২৫) নিহত হয়েছেন। বুধবার (১১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার কুলচরা গ্রামের মাসুম মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাকিল সকালে কুলচরা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামে যাচ্ছিলো।
পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে যায়। পরে স্থানীয়রা শাকিলকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।