বুধবার (১১ এপ্রিল) উপাচার্যের বাসভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
ভিসির বাসভবনে হামলায় মর্মাহত জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি।
কোটা সংস্কারের বিষয়টি সরকারকে দ্রুত বিবেচনা করার দাবি জানিয়ে নাসির উদ্দিন ইউসুফ বলেন, উপাচার্যের ভবনে হামলার ভয়াবহ রূপ আমরা দেখেছি। শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এবং ভিসি ভবনে হামলা; এ দুই ঘটনারই তদন্ত ও বিচার হওয়া উচিৎ।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএসি/এমজেএফ