ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কামরাঙ্গীচরে বেড়াতে এসে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫০, এপ্রিল ১১, ২০১৮
কামরাঙ্গীচরে বেড়াতে এসে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর অদূরে কামরাঙ্গীচরে সৎ বাবার বাসায় বেড়াতে এসে ছুরিকাঘাতে বাদল মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কামরাঙ্গীচরের ডাক্তার বাড়ির পেছনে মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বাংলানিউজকে জানান, নিহত বাদলের মা কোহিনুর শহিদুল নামে এক ব্যক্তিকে বিয়ে করে ওই বাড়িতে ভাড়া থাকেন।

মঙ্গলবার রাতে বাদল তার স্ত্রী নাজমা ওই বাড়িতে বেড়াতে আসেন। রাতেই বাসায় বাদল ছুরিকাঘাতে আহত হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে বাদলের মৃত্যু হয়।

তিনি জানান, নিহত বাদলের স্ত্রীর দাবি- সৎ বাবার বাসায় বউ নিয়ে খালি হাতে বেড়াতে আসায় তার স্বামী সমালোচনার মুখে পড়ায় নিজেই পেটে ছুরিকাঘাতে আত্মহত্যা করেছেন। ঘটনায় পর থেকে সৎ বাবা ও মা পলাতক।

বাদল আত্মহত্যা করছেন নাকি এটি হত্যা, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।