মঙ্গলবার (১০ এপ্রিল) দিবাগত রাতে কামরাঙ্গীচরের ডাক্তার বাড়ির পেছনে মিজানের বাড়িতে এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বাংলানিউজকে জানান, নিহত বাদলের মা কোহিনুর শহিদুল নামে এক ব্যক্তিকে বিয়ে করে ওই বাড়িতে ভাড়া থাকেন।
তিনি জানান, নিহত বাদলের স্ত্রীর দাবি- সৎ বাবার বাসায় বউ নিয়ে খালি হাতে বেড়াতে আসায় তার স্বামী সমালোচনার মুখে পড়ায় নিজেই পেটে ছুরিকাঘাতে আত্মহত্যা করেছেন। ঘটনায় পর থেকে সৎ বাবা ও মা পলাতক।
বাদল আত্মহত্যা করছেন নাকি এটি হত্যা, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এজেডএস/এএটি