ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইসিইউতে রাজিবের অবস্থা অপরিবর্তিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১১, এপ্রিল ১১, ২০১৮
আইসিইউতে রাজিবের অবস্থা অপরিবর্তিত দুই বাসের মাঝখানে ঝুলছে রাজিবের হাত, ডান পাশে হতভাগ্য রাজিব

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা তিতুমীর কলেজের ছাত্র রাজিব হোসেনের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

বুধবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে রাজিবকে দেখে এসে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান।

রাজিবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শামসুজ্জামান জানান, রাজিবের অবস্থার কোনো পরিবর্তন নেই।

আশার আলো তেমন দেখছি না। তার পরিবারের সদস্যের সঙ্গে কথা হয়েছে। আল্লাহকে ডাকতে বলেছি।

এসময় তার সঙ্গে ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক অসিত চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১০ এপ্রিল) ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজিবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, রাজিবের মাথার সামনের ও পেছনের খুলিতে আঘাত রয়েছে। সে হাঁচি দিলে রক্তক্ষরণ হতে পারে। অন্য কোনো কারণে তার শ্বাসকষ্ট হতে পারে। সবদিক বিবেচনা করে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

গত ৩ এপ্রিল কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে একটি বিআরটিসি বাস ও স্বজন বাসের রেষারেষিতে দুই বাসের চাপায় ডান হাত হারান তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজিব হোসেন।

ঘটনার পরের দিন ৪ এপ্রিল বিআরটিসি বাসের চালক অহেদ আলী (৩৫) এবং স্বজন বাসের চালক মো. খোরশেদকে (৫০) গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। পরে রাজীব হোসেনের হাত হারানোর ঘটনায় দায়েরকৃত মামলায় দুই বাস চালকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া রাজিব হাসানের চিকিৎসা ব্যয় দ্বিতল বাস মালিক বিআরটিসি এবং স্বজন পরিবহন মালিককে বহনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৪ এপ্রিল রুল জারি করেছেন আদালত।

অন্যদিকে ৫ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজিবকে দেখতে ঢামেক যান। এসময় তিনি বলেন, রাজিবের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। মা-বাবা হারানো রাজিব মেধাবী ছাত্র। তার দু’টি ছোট ভাই আছে। এ কারণে মানবিক বিবেচনা রেখে সে সুস্থ হওয়ার পর সরকারের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।