ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সলঙ্গায় বাস থেকে ফেনসিডিল-আতশবাজি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, এপ্রিল ১১, ২০১৮
সলঙ্গায় বাস থেকে ফেনসিডিল-আতশবাজি জব্দ জব্দকৃত আতশবাজি ও ফেনসিডিল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যাত্রীবাহী দু’টি বাসের বাংকার থেকে ১৯০ বোতল ফেনসিডিল ও ১ হাজার ৬শ’ পিস আতশবাজি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাত থেকে বুধবার (১১ এপ্রিল) ভোর পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, রাতে গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের বাংকার থেকে ১ হাজার ৬শ’ পিস আতশবাজি ও নওগাঁ থেকে ঢাকাগামী বরেন্দ্র এক্সপ্রেসের বাংকার থেকে ১৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।