মঙ্গলবার (১০ এপ্রিল) রাত থেকে বুধবার (১১ এপ্রিল) ভোর পর্যন্ত ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, রাতে গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের বাংকার থেকে ১ হাজার ৬শ’ পিস আতশবাজি ও নওগাঁ থেকে ঢাকাগামী বরেন্দ্র এক্সপ্রেসের বাংকার থেকে ১৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএ