বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
অপরদিকে প্রায় একই সময় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে কোটা সংস্কাররর দাবিতে বিক্ষোভ করছে।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী বিপ্লব শেখ জানান, সারাদেশে কোটা সংস্কার দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এনিয়ে বিভিন্ন মন্ত্রীরা যেভাবে কথা বলছে তা আসলে দুঃখজনক। কোটা সংস্কারের দাবিতে আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরএস/এসএইচ