ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটা সংস্কা‌র দা‌বি‌তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৭, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কা‌র দা‌বি‌তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ/ছবি: বাংলানিউজ

গাজীপুর: ‌কোটা সংস্কার‌ দা‌বি‌তে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌ছে শিক্ষার্থীরা।

বুধবার (১১ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে তারা বি‌ক্ষোভ শুরু ক‌রে।  

‌শিক্ষার্থী ও স্থানীয়‌রা জানায়, গাজীপুরের ভাওয়াল বদ‌রে আলম সরকা‌রি ক‌লেজ ও কাজী আ‌জিম উ‌দ্দি‌ন ক‌লে‌জের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রে।

এক পর্যা‌য়ে শিক্ষার্থীরা মহাসড়কের ওপর এক‌টি বাস দি‌য়ে ‌ব্যারি‌কেট দি‌য়ে সড়ক‌টি বন্ধ ক‌রে দেয়। এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কা‌রের দা‌বি‌তে নানা স্লোগান দিচ্ছে।

অপরদি‌কে প্রায় একই সময় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান কৃ‌ষি বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা ‌ক্যাম্পাসের মূল ফট‌কের সাম‌নে কোটা সংস্কাররর দা‌বি‌তে বি‌ক্ষোভ কর‌ছে।  

‌শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ ও অব‌রো‌ধের কার‌ণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে সব প্রকার যান চলাচল বন্ধ হ‌য়ে যায়। এ‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে হাজার হাজার মানুষ।  

নাও‌জোর হাইও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ পরিদর্শক মো. অ‌হিদুজ্জামান জানান, শিক্ষার্থী‌রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করায় যান চলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে।  

ভাওয়াল বদ‌রে আলম সরকা‌রি ক‌লে‌জের শিক্ষার্থী‌ বিপ্লব শেখ জানান, সারা‌দেশে কোটা সংস্কা‌র দা‌বি‌তে বি‌ক্ষোভ কর‌ছে শিক্ষার্থীরা। এ‌নি‌য়ে বি‌ভিন্ন মন্ত্রীরা যেভা‌বে কথা বল‌ছে তা আস‌লে দুঃখজনক। কোটা সংস্কা‌রের দা‌বি‌তে আমা‌দের বি‌ক্ষোভ অব্যাহত থাক‌বে।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এ‌প্রিল ১১, ২০১৮ 
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।