ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ববিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৭, এপ্রিল ১১, ২০১৮
ববিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ববিতে আন্দোলনরত শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

বরিশাল: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ-সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ এ বিক্ষোভ-সমাবেশ শুরু করেন ববি শিক্ষার্থীরা।

এতে বরিশালের সঙ্গে বরগুনা, পটুয়াখালী ও ভোলায় সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভোগান্তি পড়েছেন এ রুটে চলাচলকারী সাধারণ লোকজন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কে (ব‌রিশাল-পটুয়াখালী) অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র জহিরুল ইসলাম, আলামিনসহ একাধিক শিক্ষার্থী বাংলানিউজকে জানান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবিতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন সাধারণ শিক্ষার্থীসহ চাকরিপ্রত্যাশিরা।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।