শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম ভূঁইয়া এ বাল্যবিয়ে বন্ধ করেন।
সাথী শহরের হাফরাস্তা তালতলা এলাকার মোস্তফার মেয়ে এবং আর কে দুলু মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
সহকারী কমিশনার (ভূমি) শামীম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, শহরের মাদ্রাসা মোড় এলাকার এক ছেলের সঙ্গে সাথীর আজ বিয়ের দিন ধার্য ছিল। এজন্য সব আয়োজনও সম্পন্ন করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে জন্মসনদ অনুযায়ী দেখা যায় সাথীর বিয়ের বয়স হয়নি। পরে বরপক্ষ পৌঁছার আগেই বিয়ে বন্ধ করা দেওয়া হয়। এ সময় সাথীর বাবা মোস্তফা মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/