শুক্রবার (০৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নিহত নজরুল কোন পক্ষের তা জানা যায়নি।
আহতদের মধ্যে নজরুল (৪৫), মনোয়ার (২৫), তাসলিমা (২৫), জহিরন (২৭), মফিজুল (৫৫), বাবুল মিয়া (৪০), জহুরা (২৮) ও মনিনের (৩২) নাম জানা গেছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ভাটিয়াপাড়া গ্রামের হজর আলীর সঙ্গে একই গ্রামের রফিক মাস্টারের বিরোধ চলে আসছিল। বিকেলে হজর আলীর লোকজন বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে নজরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার উপ-পরিদশক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/