শুক্রবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের জোসনার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়নাল উপজেলার গোতামারী এলাকার আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়নাল ওই এলাকা দিয়ে বাইসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রলি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
টিএ