ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাতের আঁধারে কাটা হলো সরকারি ৫১ গাছ, ২১টি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, এপ্রিল ৬, ২০১৮
রাতের আঁধারে কাটা হলো সরকারি ৫১ গাছ, ২১টি উদ্ধার উদ্ধার করা ২১টি গাছ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রাতের আঁধারে রাস্তার পাশের ৫১টি সরকারি মেহগনি গাছ কেটেছে প্রভাবশালী একটি মহল। এর মধ্যে ২১টি গাছ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (০৬ এপ্রিল) সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী সড়ক থেকে কাটা গাছগুলো অন্যত্র নেওয়ার সময় উদ্ধার করা হয়।  

স্থানীয়দের অভিযোগ, কায়ামারী গ্রামের আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের নেতৃত্বে আশরাফ আলী, সিরাজুল ইসলাম, ফজুলল হক, রিয়াজুল হক, জনি, রনি ও সুমনসহ ১০-১২ জন বৃহস্পতিবার (০৫ এপ্রিল) গভীর রাতে কায়ামারী সড়কের দুই পাশে লাগানো সরকারি ৫১টি মেহগনি গাছ কেটে ভ্যানে করে পাচার করছিলেন।

ভোরে স্থানীয় মুসল্লিরা মসজিদে যাওয়ার সময় গাছ চুরি করতে দেখে ফেলেন। পরে তারা পুলিশে খবর দিলে সকালে পুলিশ এসে কেটে ফেলা ২১টি গাছ উদ্ধার করে।  

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, কাটা ৫১টি গাছের মধ্যে কয়েকটি উদ্ধার করে স্থানীয় তহসিলদার ও চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।