শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক জাহান আক্তার ও সদস্য সচিব খায়রুল ইসলাম মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
কমিটিতে জেলার সদর উপজেলার কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আক্তারকে আহ্বায়ক ও বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ-পশ্চিম একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম মামুনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে যাদের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। তারা হলেন- সদর উপজেলার কাদির হানিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বেগমগঞ্জ উপজেলার একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, চাটখিল উপজেলার সুন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, কবিরহাট উপজেলার দক্ষিণ যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল ইসলাম, সদর উপজেলার দামোধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস জাহের।
এর আগে জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কমিটি গঠন বিষয়ক সভায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, সদর উপজেলার চরসল্যা ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, সোনাইমুড়ি উপজেলার পৌর মডেল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, কবিরহাট উপজেলার কালামুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/