ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিয়ম না মেনে বাকৃবি ক্যান্টিনের পরিচালনায় ছাত্রলীগ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, এপ্রিল ৬, ২০১৮
নিয়ম না মেনে বাকৃবি ক্যান্টিনের পরিচালনায় ছাত্রলীগ ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিয়ম না মেনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যান্টিনে খাবার সরবরাহ করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রশাসনিকভাবে তাদের এ দায়িত্ব দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

জানা গেছে, ১৪ বছর ধরে টিএসসি ক্যান্টিনের খাবার সরবরাহ করে আসছেন সোহেল নামে এক ব্যক্তি। কিন্তু বুধবার (০৪ এপ্রিল) থেকে শাখা ছাত্রলীগের কিছু কর্মী বাজার-খরচ করে দিচ্ছেন এবং নিজেদের লোক দিয়ে টিএসসি পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিয়ম নীতি না মেনে টিএসসি ক্যান্টিনের দায়িত্ব গ্রহণ ও নিম্ন মানের খাবারের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে টিএসসিতে খাবার সরবরাহকারী সোহেল মিয়া বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মী এসে খাবারের মানোন্নয়ন করতে বলেন। তখন আমি বলি, ক্যাম্পাসের কিছু শিক্ষার্থী টাকা না দিয়েই চলে যান বলে আমরা খাবারের মান বাড়াতে পারছি না। পরে সমস্যাটি দূরীকরণের জন্য নেতারা তিনদিনের জন্য খাবার সরবরাহ ও মনিটরিং-এর দ্বায়িত্ব নিতে চান। এরপর থেকে তারা খাবারের টাকা উঠানোর জন্য হাশেম নামে একজনকে দায়িত্ব দেন ও তারাই বাজার করে দিয়ে যাচ্ছেন। কিন্তু তিনদিন পরেও যদি তারা চালাতে থাকেন, তাহলে আমি প্রশাসনের সঙ্গে কথা বলে দায়িত্ব ছেড়ে দেব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বাংলানিউজকে বলেন, খাবারের পদ ও মান বৃদ্ধির জন্য আমাদের কিছু কর্মী কিছুদিনের জন্য টিএসসি ক্যান্টিনের তদারকি করছেন। যদি খাবারের মানোন্নয়ন করতে না পারি তাহলে আমরা দায়িত্ব ছেড়ে দেব।

অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ শুক্র ও শনিবার টিএসসি ক্যান্টিন চালাতে চাইলে আমি অনুমতি দেইনি। কিন্তু ইতোমধ্যে ছাত্রলীগ ক্যান্টিনের দায়িত্ব নিয়েছে কি না তা আমার জানা নেই। রোববার এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।