ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালালো স্বামী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, এপ্রিল ৬, ২০১৮
শ্রীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালালো স্বামী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মোশারফ হোসেন সিয়ার ওরফে শুভর বিরুদ্ধে স্ত্রী মনোয়ারা মুন্নিকে (২৫) গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর থেকে মোশারফ পলাকত রয়েছেন। শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মোশারফের গ্রামের বাড়ি দিনাজপুরে।

স্থানীয়রা জানায়, কেওয়া পশ্চিমখন্ড এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে ওই দম্পতি ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। ওই বাড়িতেই মোশারফের শ্বশুর-শাশুড়িও ভাড়া থাকতেন। বেলা ১১টায় মোশারফের শাশুড়ি মুন্নির ঘরের দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি শুরু করেন। এতে মুন্নি-মোশারফের কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় উঁকি দিলে তিনি দেখেন মুন্নির নিথর দেহ পড়ে আছে ও মোশারফ ঘরে নেই। এছাড়া ঘরের জানালা ভাঙা দেখা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বাংলানিউজ জানান, ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৬ এপ্রিল ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।