ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, এপ্রিল ৬, ২০১৮
শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম হোসেন (৪০) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরো দুই যাত্রী।

শুক্রবার (০৬ এপ্রিল) ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়রচিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম খুলনা জেলার সোনাডাঙ্গা এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বাংলানিউজকে জানান, ভোরে কেয়রচিরা এলাকায় মাওয়াগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। এ সময় আহত হন বাসের আরো দুই যাত্রী।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।