নরসিংদীতে শুক্রবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ১০টি তাজা প্রাণ।
এর মধ্যে সকাল সাড়ে ৭টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার তারাবাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে চাপা পড়ে দুই মোটরসাইকেলের চার আরোহী নিহত হন।
এরপর দুপুরে সদর উপজেলার শাহী প্রতাপ এলাকায় মাইক্রোবাস চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আমিরুল ইসলাম (২৯) ও তার স্ত্রী মানসুরা (২৬)। তাদের বাড়ি নরসিংদীর মাধবদী থানার বিরামপুর গ্রামে।
বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী উপজেলার চুনপাড়ায় অটোরিকশা এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত তিনজন নিহত হন। তারা হলেন- রতন মিয়া (৪০), মুগবুল হোসেন (৩৫), রিকশাচালক কাশেম মিয়া (২৮)।
অপরদিকে রায়পুরা উপজেলার মাহমুদাবাজ গ্রামে ট্রলিচাপায় শামীম (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট থানা পুলিশ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরআইএস/এসআই