ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, এপ্রিল ৫, ২০১৮
বরিশালে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বরিশাল: বরিশাল শহরে এসএমএম এক্সপ্রেস নামের একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপককে কুপিয়ে দুর্বৃত্তরা সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে  বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে শহরের বগুরা রোড ও আগরপুর রোডের মধ্যবর্তী একটি গলিতে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপক।

আহত শাখা ব্যবস্থাপক গোলাম কিবরিয়াকে (২৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বরিশাল নগরের ৫নং ওয়ার্ডের আমানতগঞ্জ এলাকার মৃত আমির চান বয়াতীর ছেলে।

গোলাম কিবরিয়া জানান, ৭ মাস আগে তিনি ঢাকার পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এসএমএম এক্সপ্রেসের শাখা আনেন বরিশালে। তখন থেকে শহরের বটতলা আমদ আলী হাজির গলিতে অফিস নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

নিত্যদিনের মতো ব্যাংকে টাকা (৫ লাখ ৭২ হাজার ৫৩০ টাকা) জমা দেয়ার জন্য সদর রোডে যান। পৌঁছাতে পৌঁছাতে টাকা জমা দেয়ার সময় ফুরিয়ে যায়। অগত্যা অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। আগরপুর রোডের ভেতরের গলি দিয়ে বগুরা রোডে বের হওয়ার সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করে ব্যাগভর্তি টাকা ও দুটি মোবাইল ফোনসেট নিয়ে যায়।

তবে এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জিজ্ঞাসা করা হয়েছে। কিন্তু তারা এরকম কিছুই শোনেনি বলে জানিয়েছে। কোন জায়গাতে কিভাবে কি হয়েছে তা ঠিকভাবে কেউই বলতে পারছিলো না। যেখানে ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, পরে সেখানেও স্থানীয়রা কিছু বলতে পারেনি। এ বিষয়ে আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে। এর পেছনে অন্য কিছু আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ হাসপাতালে গিয়ে আহতকে দেখে এসেছে।

বৃহস্পতিবার রাত ১০টায় বাংলানিউজকে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি । পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮

এমএস/জেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।