ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে এসপি অফিসের সামনে  ছিনতাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, এপ্রিল ৫, ২০১৮
কক্সবাজারে এসপি অফিসের সামনে  ছিনতাই

কক্সবাজারঃ কক্সবাজার জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে শাহেদা হাসান নামের এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। 

বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কলাতলী থেকে বাহারছড়া আসার পথে এসপি অফিসের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন এই নারী। ছিনতাইকারীরা স্বর্ণের চেইন, কানের দুল, হাত ব্যাগ ও ৫ হাজার টাকা  নিয়ে যায়।

 

শাহেদা হাসান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের কলাতলীর চন্দ্রিমা হাউজিং সোসাইটির বাসিন্দা হাসান আহমদের স্ত্রী।

এ বিষয়ে শাহিদা হাসান বলেন, আমি টমটমে করে পুলিশ সুপার কার্যালয় মোড়ে নামার সময় টমটমচালক আমার সাথে ভাড়া নিয়ে তর্ক শুরু করেন। এক পর্যায়ে সামনে বসা দুইজন আমার মোবাইল কেড়ে নিতে চায়। তা দিতে না চাইলে তারা আমার গলার চেইন, কানের দুল ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ভ্যানিটি ব্যাগে আমার ৫ হাজার একশ টাকা ছিল। এব্যাপারে  কক্সবাজার সদর থানায়  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কক্সবাজার সদর  থানার ওসি (অপারেশন)  মাঈন উদ্দিন বলেন, ছিনতাই হয়েছে এমন কোনো তথ্য নেই। তবে এসপি অফিসের সামনে এক নারীর সাথে এক টমটম চালকের ভাড়া নিয়ে তর্ক হয়েছে।  

লিখিত অভিযোগের মোবাইলে ধারণ করা ছবি।  বাংলানিউজতিনি আরো বলেন, ওই নারী কোন লিখিত অভিযোগ করেছেন কিনা তার জানা নেই।  

যদিও লিখিত অভিযোগ দেয়ার প্রমাণ বাংলানিউজের কাছে রয়েছে। লিখিত অভিযোগের মোবাইলে ধারণ করা ছবি দেখানো হলো

বাংলাদেশ সময়ঃ০৩০৮ ঘন্টা, এপ্রিল ৬, ২০১৮

টিটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।