বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশান এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ আগস্ট শোকদিবসের অনুষ্ঠানে জঙ্গিরা হামলার পরিকল্পনা করছিল। আর সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
সিটিটিসি সূত্র জানায়, হুমাইরা মূলত নব্য জেএমবির অর্থদাতা। এছাড়া ব্যাট উইমেন শাখার প্রধানও এই হুমাইরা। তিনি জেএমবির নারী সদস্য রিক্রুট করার কাজ করতেন। জঙ্গি নেতাদের স্ত্রীদেরকে তিনি ভার্চুয়াল যোগাযোগে সহায়তা করতেন। অনেকের অ্যাকাউন্ট তিনি নিজেই পরিচালনা করতেন।
সূত্র আরো জানায়, হোটেল ওলিও ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে ১৫ আগস্টের হামলার পরিকল্পনা নস্যাত করে দেয় পুলিশ। তারপর এ ঘটনায় তানভীর ইয়াসিন নামে এক প্রকাশনা সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়। হুমাইরা ওই তানভীর হয়াসিনের স্ত্রী।
হুমাইরা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে দেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ও মালয়েশিয়ায় পড়ালেখা করেছেন।
বাংলাদেশ সময়:০২২৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
পিএম/জেএম