বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১০টার দিকে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই আল আমিন আসামি কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করলে শুনানি শেষে বিচারক ১০ দিনই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক, স্নিগ্ধার প্রেমিক কামরুল ইসলাম, সবুজ ও রোকনুজ্জামানকে আদালতে হাজির করা হয়। খুনের ঘটনায় স্নিগ্ধা ভৌমিক, সবুজ ও রোকনুজ্জামান ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়ার পর তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
জেএম