ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইনজীবী রথীশ হত্যায় স্ত্রীসহ তিনজনের স্বীকারোক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, এপ্রিল ৫, ২০১৮
আইনজীবী রথীশ হত্যায় স্ত্রীসহ তিনজনের স্বীকারোক্তি আইনজীবী রথীশ ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা ভৌমিককে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে নেওয়ার দৃশ্য । ছবি-বাংলানিউজ

রংপুর:  রংপুর বিশেষ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনাকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী স্নিগ্ধা ভৌমিকসহ তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেক আসামি স্নিগ্ধার প্রেমিক কামরুল মাস্টারকে ১০ দিনের রিমাণ্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত  ১০টার দিকে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও)  এসআই আল আমিন আসামি কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে  নেওয়ার জন্য আবেদন করলে শুনানি শেষে বিচারক ১০ দিনই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে  বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা ভৌমিক, স্নিগ্ধার প্রেমিক কামরুল ইসলাম, সবুজ ও রোকনুজ্জামানকে আদালতে হাজির করা হয়। খুনের ঘটনায় স্নিগ্ধা ভৌমিক, সবুজ ও রোকনুজ্জামান ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়ার পর তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।