ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উত্তরায় তিন ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, এপ্রিল ৫, ২০১৮
উত্তরায় তিন ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর উত্তরার জসীম উদ্দিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- সোহেল রানা (২৫), ইসরাফিল (২৬) ও ফরহাদ (২০)।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) রাতে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানাধীন জসীম উদ্দিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিতাইকৃত বেশ কিছু টাকা ও ছুরি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।