ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, এপ্রিল ৫, ২০১৮
সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাহমুদুর রহমান সিফাত (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বিকেলে উপজেলার খাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিফাত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সে চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রার্থী ছিল।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, বিকেলে খাসেরহাট এলাকা থেকে মোটরসাইকেলে করে বন্ধুর বাড়িতে যাচ্ছিল সিফাত। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।