ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে পঙ্গু হলো স্কুলছাত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, এপ্রিল ৫, ২০১৮
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে পঙ্গু হলো স্কুলছাত্র হাসপাতালে চিকিৎসাধীন রাকিব

ফেনী: ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাকিব নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে পঙ্গু করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে।

রাকিব স্থানীয় মোহাম্মদ আলী সামছুদ্দীন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা বাবা নুরনবী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলে জানা গেছে।

রাকিবের বাবা বাংলানিউজকে বলেন, আমার ছেলে রাকিব হাসান ও এলাকার স্থানীয় লোকজন মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এলাকায় মাদক বিক্রি করতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল তারা। এতে একদল মাদক বিক্রেতা ক্ষিপ্ত হয়ে ২ এপ্রিল বিকেলে রাকিবের ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এতে তার হাত ও পায়ের একাধিক স্থানে ভেঙে যায়। এ ঘটনার পর ৪ এপ্রিল রাতে আমি বাদী হয়ে ফেনী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করি। এতে আরো ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (০৫ এপ্রিল) সকালে আমাদের বাড়িতে হামলা করে মাদক বিক্রেতারা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা বাংলানিউজকে বলেন, জোয়ারকাছাড় গ্রামটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে মাদকের প্রবণতা বেশি। মাদক বিক্রেতাদের হয়রানির শিকার স্থানীয় জনগণ।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা বাংলানিউজকে বলেন, রাকিবের শরীরের একাধিক স্থানে হাড় ভেঙে গেছে। আমরা তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছি। তার পরিবার না নিলে আমরা ফেনীতে চিকিৎসা দেব।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে বলেন, স্কুলছাত্রকে হামলার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসএইচডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।