বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনিছুর রহমান উপজেলার পাচুপুর ইউনিয়নের জয়নাথপুর গ্রামের বাসিন্দা।
আত্রাই থানার উপ-পরিদর্শক (এসএই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, বাবা-ছেলের মধ্য অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে রাতে ২৭ মার্চ রাতে ছেলে লিটন তার বাবা আনিছুরকে খুন করে বাড়ির সামনের ডোবায় কচুরিপানার মধ্য লুকিয়ে রাখে। পরে পরিবারের লোকজন আনিছুরকে কোথাও না পেয়ে ২ এপ্রিল আত্রাই থানায় জিডি করেন।
এরপর ছেলে লিটনকে সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিটন বাবাকে খুন করার কথা স্বীকার করেলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দুপুরে বাড়ির সামনের ডোবা থেকে আনিছুরের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
এনটি