বৃহস্পতিবার (৫ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট পরিদর্শক হুমায়ুন কবির দু’দফায় ১২ দিন রিমান্ড শেষে আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২২ মার্চ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সাগর হলি আর্টিজান মামলার অন্যতম সন্দেহভাজন আসামি। তিনি জেএমবির সদস্য ছিলেন। ২০১৪-১৫ সালে নব্য জেএমবিতে যোগ দেন। হলি আর্টিজান হামলায় অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এর আগে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। গ্রেনেড হামলায় ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন।
যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে ৬ জঙ্গির সবাই নিহত হন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমআই/এএ