ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ফেরানোয় বাস্তব অগ্রগতি নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, এপ্রিল ৫, ২০১৮
রোহিঙ্গা ফেরানোয় বাস্তব অগ্রগতি নেই সলিল শেঠি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: চুক্তি স্বাক্ষর ও মন্ত্রী পর্যায়ের সফরসহ দু’দেশের সরকারের বেশকিছু উদ্যোগের পরও জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে বাস্তব অগ্রগতি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি গণভবনে সৌজন্য সাক্ষাতে গেলে একথা বলেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি স্বাক্ষর এবং দু’দেশের মন্ত্রী পর্যায়ের সফরের কথা উল্লেখ করে বলেন, আমরা বেশকিছু উদ্যোগ নিয়েছি। কিন্তু, বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছে না।

রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিতে এবং এ সংকট সমাধানে মিয়ানমারের প্রতি তাগিদ দেন সলিল শেঠি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বলেন, রোহিঙ্গারা যেন নিজদেশে ফিরে যেতে পারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেজন্য তাদের কাজ অব্যাহত রেখেছে।

রোহিঙ্গাদের জন্য বিশ্ব জনমত ও চাপ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, মিয়ানমারে যা হয়েছে তা রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ।

রোহিঙ্গাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার তাদের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচিব নজিবুর রহমান।

৯টি মডেল মসজিদের ভিত্তি স্থাপন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।