ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করবে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, এপ্রিল ৫, ২০১৮
পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করবে দুদক

ঢাকা: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কেএম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পক্ষ থেকে এ মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে দুদকের বৈঠকে মামলার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, কেএম হুমায়ুন কবিরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগের অনুসন্ধান আরো চলমান রয়েছে।

অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন, সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, কেএম হুমায়ুন কবির ১১ মে ২০১৫ তারিখে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (IWM) এর সঙ্গে সম্পাদিত চুক্তির আলোকে জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৬ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে চারজন গার্ড/পিয়ন নিয়োগের জন্য প্রতিমাসে ৪০ হাজার টাকা হিসেবে ৭ লাখ ২০ হাজার টাকা নেন। কিন্তু কোনো গার্ড বা পিয়ন নিয়োগ না দিয়ে উক্ত টাকা আত্মসাৎ করেছেন বলে প্রথমিকভাবে প্রমাণিত হয়েছে।

তাই অনুসন্ধনী কর্মকর্তার সুপারিশ অনুযায়ী কমিশন থেকে দণ্ডবিধি ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে ৫ (২) ধারায় মামলা রুজুর অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।