বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি হারুণ মিয়া।
এতে বলা হয়, খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগে মোট নয়টি মুক্তিযোদ্ধা কোটা থাকার কথা থাকলেও তা মানা হয়নি। নিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নাল আবেদিন সরকারি নিয়ম অমান্য করে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। নিয়োগে কমিটির চেয়ারম্যান কর্মচারীদের যোগসাজসে ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ জন আত্মীয়কে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধন থেকে ৭২ ঘণ্টার মধ্যে নিয়োগ প্রক্রিয়া বাতিল ও নিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নাল আবেদিনকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় আগামী ৯ এপ্রিল থেকে টানা ৭২ ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
আরআর