বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা চাই মানুষ ধর্ম সম্পর্কে জানুক, ধর্মের প্রচার ও প্রসার হোক।
তিনি বলেন, অপব্যাখ্যার মাধ্যমে ইসলাম ধর্মের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। মানুষ ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করুক।
শেখ হাসিনা বলেন, আমরা চাই বাংলাদেশের মানুষ গড়ে উঠবে অসাম্প্রদায়িক চেতনায়। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে।
পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন করা ৯টি মডেল মসজিদের ইমামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
গণভবন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এমইউএম/এইচএ/